জয়ে শুরু ঢাকা মেট্রোর – এনসিএল টি-টোয়েন্টিতে আজ নিজেদের প্রথম ম্যাচে ঢাকা মেট্রো ৩১ রানে হারিয়েছে বরিশালকে। সিলেটের অ্যাকাডেমি মাঠে আগে ব্যাট করে ঢাকা মেট্রো তোলে ৪ উইকেটে ১৯২ রান। জবাবে বরিশালের ইনিংস থামে ৮ উইকেটে ১৬১ তে।
বরিশালকে ৩১ রানে হারিয়ে জয়ে শুরু ঢাকা মেট্রোর
ঢাকা মেট্রোর বড় রানের ভীতটা গড়ে দিয়েছিল তাদের ওপেনিং জুটি। ওপেনিং জুটি ভাঙে ১১তম ওভারের শেষ বলে ১০৯ রানে, নাঈম শেখ ফিরলে। এক বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা নাঈম শেখ এদিন ৩৫ বলে করেন ৬৫ রান। তার ইনিংসে ছিল ৫ চার ও ৪ ছক্কা।

আরেক ওপেনার উইকেটকিপার ব্যাটসম্যান ইমরানুজ্জামান ৫৩ রান করেন। এরপর তাজিবুল ইসলামের ২৫ বলে অপরাজিত ৩৬ রানে সংগ্রহ আরও বাড়ে। জবাব দিতে নেমে বরিশালকে লড়াইয়ে রাখেন মূলত ফজলে হোসেন রাব্বি। তার ৫২ বলে ৭৭ রান এবং অধিনায়ক সোহাজ গাজীর ৩২ বলে অপরাজিত ৪০ রানে ভর করে ১৬১ তে থামে বরিশাল।

আরও পড়ুন: