শুক্রবার রাতে বরিশাল নগরের রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বিএনপির একটি পক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত তিন চাকার যান ইজিবাইক।
তিন চাকার যান এর স্ট্যান্ড থেকে চাঁদা নিতে হামলা বরিশালে, আহত ১২
বরিশাল নগরের রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন তিন চাকার স্ট্যান্ডের দখল নিয়ে চাঁদা আদায় করতে শ্রমিক দলের এক নেতার লোকজন হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিন চাকার যানের কয়েকজন চালকসহ ১২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
গতকাল রাতের ওই সংঘর্ষে গুরুতর আহত সাতজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রূপাতলী এলাকার সাগর (৩০), আরিফ (৩০), কালাম হোসেন (৪২), রাজু (৩৫), কবির হোসেন (৪২) ও আবুল হোসেন (৪০)।

তিন চাকার যানের চালকেরা জানান, আওয়ামী লীগের আমলে একটি চক্র তিন চাকার যানের চালকদের কাছ থেকে দৈনিক ৫০ থেকে ৭০ টাকা করে চাঁদা আদায় করতেন। এ ছাড়া প্রতিটি যাত্রীবাহী বাস থেকে ৮০ থেকে ১২০ টাকা চাঁদা নেওয়া হতো। এর নিয়ন্ত্রক ছিলেন রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের দায়িত্বে থাকা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের কতিপয় নেতা।
কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তাঁরা গা ঢাকা দিলে রূপাতলী শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নেন বিএনপির স্থানীয় নেতারা। বিএনপির নেতারা বাস শ্রমিক ইউনিয়নের দখল নিলেও তিন চাকার যানের চালকেরা ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাজীব মোল্লার নির্দেশে চাঁদা দেওয়া বন্ধ করে দেন।
তিন চাকার যানের চালকদের অভিযোগ, রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শ্রমিক দলের ২৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সহসভাপতি কালাম চৌধুরীসহ তাঁদের লোকজন টার্মিনালের প্রতিটি বাস থেকে প্রতিবার টার্মিনাল থেকে ছাড়তে ১০০-১২০ টাকা করে চাঁদা তোলা শুরু করেন। শুধু বাসই নয়, তারা তিন চাকার যান থেকেও চাঁদা আদায়ের চেষ্টা চালান। কিন্তু তিন চাকার যানের চালকেরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের ওপর চাপ প্রয়োগ করেন কালাম চৌধুরীর লোকজন।
পরে তিন চাকার যানের চালকেরা পুনরায় বিএনপি নেতা রাজীব মোল্লার কাছে যান এবং বিষয়টি তাঁকে জানান। এ ঘটনায় কালাম চৌধুরীর লোকজন ক্ষুব্ধ হন এবং শুক্রবার রাত পৌনে ১০টার দিকে তিন চাকার যানের স্ট্যান্ডে হামলা চালান। এ সময় তাঁরা চালকদের বেধড়ক পিটিয়ে আহত এবং বেশ কয়েকটি ইজিবাইক ভাঙচুর করেন।

