আহত ৩ পিস্তল ঠেকিয়ে নৌকার কর্মীদের মারধর,বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের পক্ষে প্রচারণার সময় তিন কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নার বিরুদ্ধে।

আহত ৩ পিস্তল ঠেকিয়ে নৌকার কর্মীদের মারধর
রোববার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বাশেরহাট খোলা এলাকার এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নৌকার কর্মী হালিম, মনা ও জাহিদুল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহতরা জানান, রাতে বাশেরহাট খোলা এলাকা থেকে রিকশায় করে নৌকার প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে যাচ্ছিলাম। এরমধ্যে ছাত্রলীগ নেতা মান্না ও তার অনুসারীরা পথরোধ করেন। এ সময় মান্না মাথায় পিস্তল ঠেকায় ও অনুসারীরা বেধড়ক কুপিয়ে জখম করে।

এদিকে হামলার ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে জানান, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইচ আহমেদ মান্না। আমি পাঁচদিন ধরে সিসি ক্যামেরার আওতায় আছি। বর্তমান মেয়র যাতে বরিশালে আসতে না পারে সে জন্য এটা একটি চক্রের ষড়যন্ত্র।
এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, হামলার বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রইজ আহম্মেদ মান্নার বিরুদ্ধে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করেন নৌকার এক কর্মী। ওই অভিযোগেও মান্নার বিরুদ্ধে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে নৌকার পক্ষে কাজ না করতে হুঁশিয়ারি দেওয়ার কথা উল্লেখ করা হয়।

আরও পড়ুন:

২ thoughts on “আহত ৩ পিস্তল ঠেকিয়ে নৌকার কর্মীদের মারধর”