মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি ছাত্রলীগকর্মীর,বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে মিছিল করায় ছাত্রলীগকর্মীকে পিস্তল ও রামদা ঠেকিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্নার বিরুদ্ধে।

মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি ছাত্রলীগকর্মীর
এ ঘটনায় মান্নাসহ ১৭ জন নামধারী এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনের বিরুদ্ধে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রোববার বিকেলে হত্যার হুমকির অভিযোগে নগরীর জানুকিসিংহ রোডের বাসিন্দা ছাত্রলীগকর্মী মো. সোহাগ এ জিডি করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।
অন্য অভিযুক্তরা হলেন রইস আহম্মেদ মান্নার ভাই রিসাদ আহমেদ, মিঠু, ফয়সাল বিন জাবেদ, রাজু, মুরাদ, ইমরান হোসেন সজীব, মামুন, সম্পদ, শিশরী, রনি, বেল্লাল, সবুজ, সুমন, নগেন, বাবলু ও রনি।
সোহাগ জানান, শুক্রবার বিকেলে তার নেতৃত্বে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের পক্ষে জানুকিসিংহ রোড এলাকায় প্রচারণা চালানো হয়। একইভাবে শনিবার দুপুরে প্রচারণা চালান তারা। পরে রাত ১টার দিকে বাসায় ফিরছিলেন সোহাগ, সজিবুর রহমান ও সোহেল হাওলাদার। জানুকিসিংহ রোডের ভূঁইয়া বাড়ি
এলাকায় এলে মান্নার নেতৃত্বে তাদের পথরোধ করা হয়। এসময় সোহাগের ঘাড়ে রামদা ধরে ও পিস্তল উঁচিয়ে মান্না বলেন, ‘আমার চেয়ে নৌকার বড় কর্মী কে আছে? নৌকার প্রার্থীকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে হত্যা করবো।’

সোহাগ বলেন, ‘রইস আহম্মেদ মান্না বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী। কিন্তু এবার সাদিক আব্দুল্লাহকে মনোনয়ন দেয়নি দল। এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী-লীগের মেয়র প্রার্থীর কর্মীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন তার অনুসারীরা। সেইসঙ্গে নৌকার প্রার্থীর প্রচারণায় বাধা দিচ্ছেন তারা। তাই নিজের বড় ধরনের ক্ষতির আশঙ্কায় জিডি করেছি।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্নার মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
ওসি বলেন, বিকেলে ছাত্রলীগ নেতাসহ নামধারী ১৭ জনের বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে হত্যার অভিযোগে জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

১ thought on “মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি ছাত্রলীগকর্মীর”