মনোনয়নপত্র জমা দিলেন মান্না কারাগার থেকে

মনোনয়নপত্র জমা দিলেন মান্না কারাগার-থেকে,আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নগরীর ২নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য কারাগার-থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন রইজ আহম্মেদ মান্না।

 

 

 

মনোনয়নপত্র জমা দিলেন মান্না কারাগার থেকে

 

মনোনয়নপত্র জমা দিলেন মান্না কারাগার থেকে

তিনি সদ্য বিলুপ্ত ছাত্রলীগের বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসির সহকারী রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

মঙ্গলবার  মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ দিনে মান্নার পক্ষে তার সমর্থনকারী এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আওয়ামী লীগ মনেনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের তিন সমর্থকের ওপর হামলায় ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার হয়ে সোমবার থেকে কারাগারে রয়েছেন মান্না।

 

মনোনয়নপত্র জমা দিলেন মান্না কারাগার থেকে

 

সহকারী রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা বলেন, ২নং ওয়ার্ডে রইজ আহম্মেদ মান্না ছাড়াও আরও ৭ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

আরও পড়ুন:

১ thought on “মনোনয়নপত্র জমা দিলেন মান্না কারাগার থেকে”

Leave a Comment