স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম জাহিদ ফারুক

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম , পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী- শেখ হাসিনার ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম।তিনি বলেন, শিক্ষার্থীদের সাথে সঠিক আচরণ ও পাঠদানের মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন পূর্ণ হবে।রবিবার বরিশাল সদর উপজেলা পরিষদ হলরুমে নব নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম জাহিদ ফারুক

 

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম জাহিদ ফারুক

প্রতিমন্ত্রী বলেন, সমাজের মঙ্গলে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকরা সমাজ পরিবর্তনের অন্যতম কারিগর। তাই শিক্ষকের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সহমর্মিতা ভীষণ জরুরি। শিক্ষার্থীদের মূল্যবোধ সৃষ্টির ওপর গুরুত্ব দেয়ার প্রতি আহ্বান জানান তিনি।উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোাগানকে সামনে রেখে সদ্য নিয়োগপ্রাপ্ত ১১০ জন সহকারী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বরণ

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

করা হয়।প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, প্রাথমিক শিক্ষার মাধ্যমেই শিশুদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা সবার আগে। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সরকার সবোর্চ্চ গুরুত্ত্বারোপ করেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী- শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছেন। পহেলা জানুয়ারি সারাদেশে বই বিতরণে ঐতিহাসিক সাফল্য সারাবিশ্বকে হতবাক করে দিয়েছে।

 

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম জাহিদ ফারুক

 

আরও পড়ুন :

Leave a Comment